চুল কাটার মেশিন কিনতে চাচ্ছেন কিন্তু চুল কাটার মেশিনের দাম কত টাকা জানেন না? চুল কাটার মেশিনকে হেয়ার ট্রিমার বলে হয়ে থাকে। হেয়ার ট্রিমারের দাম কত টাকা তা নিয়ে আজকের এই ব্লগে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।
সেলুনে ব্যবহার করার জন্য কিংবা নিজের জন্য হেয়ার ট্রিমার অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। হেয়ার ট্রিমার বা চুল কাটার মেশিন থাকলে বাসায় নিজের চুল-দাড়ি সহ অবাঞ্ছিত লোম পরিষ্কার করা যায় সহজেই। কিন্তু, যারা চুল কাটার মেশিন কিনতে চাচ্ছেন, তাদের অনেকেই এই মেশিনের দাম কত টাকা তা জানেন না।
আপনিও যদি একটি হেয়ার ট্রিমার কিনতে চান কিন্তু দাম না জেনে থাকেন, তাহলে চলুন, আজকে চুল কাটার মেশিনের দাম কত টাকা তা সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
চুল কাটার মেশিনের দাম কত টাকা
চুল কাটার মেশিনের দাম ৪০০ টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকা অব্দি হয়ে থাকে। এছাড়াও, আমাদের দেশে আরও অনেক ভালো মানের হেয়ার ট্রিমার পাওয়া যায় যেগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি। তবে, ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা বাজেট হলে অনেক ভালো মানের একটি চুল কাটার মেশিন কিনতে পারবেন।
চুল কাটার মেশিনগুলোর দাম নির্ভর করে ব্রান্ডের উপর। বিভিন্ন নন ব্রান্ড বা চাইনিজ হেয়ার ট্রিমার পাওয়া যায় যেগুলোর দাম অনেক কম। এসব ট্রিমার ৪০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার কম হয়ে থাকে। এই ট্রিমারগুলোতে ব্যাটারি ব্যাকআপ তত বেশি পাওয়া যায়না। ভালো মানে একটি চুল কাটার মেশিনের দাম ১ হাজার টাকার উপরে হয়ে থাকে।
📌 আরো পড়ুন 👇
- ওয়েল্ডিং মেশিনের দাম কত
- বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো
- বাচ্চাদের জন্য কোন সাবান ভালো
- বাচ্চাদের জন্য কোন অলিভ অয়েল ভালো
আমাদের দেশের বাজারে ১.৫ হাজার টাকা থেকে ২ হাজার টাকার মাঝে ভালো মানের চুল কাটার মেশিন পাওয়া যায় যেগুলো অনেক ভালো মানের এবং ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায়। তবে, এর থেকেও ভালো মানের চুল কাটার মেশিন রয়েছে, সেগুলোর দাম ২ হাজার টাকার উপরে হয়ে থাকে।
ওয়ালটন চুল কাটার মেশিন দাম
ওয়ালটন চুল কাটার মেশিন দাম ২ হাজার টাকা থেকে শুরু করে ৩,৪০০ টাকা অব্দি হয়ে থাকে। ওয়ালটন ব্রান্ডের দুই ধরনের চুল কাটার মেশিন রয়েছে। একটি হচ্ছে, Hair Clipper এবং অপরটি হচ্ছে Trimmer । Hair Clipper গুলোর দাম ২ হাজার টাকা থেকে ২২০০ টাকা অব্দি হয়ে থাকে। অপরদিকে, Trimmer গুলোর দাম ৩২০০ টাকা এবং ৩৪০০ টাকা।
নিচে ওয়ালটন ব্রান্ডের কয়েকটি চুল কাটার মেশিনের দাম কত টাকা তার একটি তালিকা উল্লেখ করে দেয়া হল —
- ELITE-HP01 — Hair Clipper টির দাম — 2,000 টাকা
- ELITE-HP02 — Hair Clipper টির দাম — 2,100 টাকা
- ELITE-HP03 — Hair Clipper টির দাম — 2,200 টাকা
- FALCHION — Trimmer টির দাম — 3,200 টাকা
- GENTRY — Trimmer টির দাম — 3,400 টাকা
উপরে উল্লেখ করে দেয়া হেয়ার ট্রিমার এবং হেয়ার ক্লিপারগুলো ওয়ালটন ব্রান্ডের। এগুলো অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। অথবা, আপনি চাইলে সরাসরি গিয়ে ওয়ালটনের যেকোনো শো-রুম থেকে কিনতে পারবেন। ওয়ালটন চুল কাটার মেশিনের দাম কত টাকা আশা করছি বুঝতে পেরেছেন। এগুলো ছাড়া ওয়ালটন কোম্পানি আর কোনো চুল কাটার মেশিন নেই।
ফিলিপস এর চুল কাটার মেশিনের দাম কত
অন্যান্য ব্রান্ডের মতো ফিলিপস ব্রান্ডের চুল কাটার মেশিন রয়েছে। ফিলিপস হেয়ার ট্রিমার এর দাম ১৬০০ টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা অব্দি হয়ে থাকে। নিচে Philips Hair Trimmer এর দাম কত টাকা তার একটি মূল্য তালিকা উল্লেখ করে দেয়া হল —
- Philips BT1210 Beard Trimmer — দাম — 2,755 টাকা
- Philips BT1210/15 Beard Trimmer — দাম — 3,050 টাকা
- Philips BT1215 Beard Trimmer — দাম — 3,325 টাকা
- Philips BT3201/15 Beard Trimmer — দাম — 3,800 টাকা
- Philips BT1209 Beard Trimmer — দাম — 3,995 টাকা
- Philips QT4005/15 Beard Trimmer — দাম — 3,945 টাকা
- Philips MG5720/15 Multigroom 9-in-1 — দাম — 6,350
- Philips S3122/51 Wet or Dry Electric Shaver — দাম — 6,989 টাকা
- Philips MG7720/15 MultiGroom 14-in-1 — দাম — 7,650 টাকা
Philips ব্রান্ডের একটি চুল কাটার মেশিন কিনতে চাইলে উপরে উল্লেখ করে দেয়া তালিকা হতে ফিলিপস এর চুল কাটার মেশিনের দাম কত টাকা এই তালিকাটি দেখতে পারেন। এখানে ফিলিপস ব্রান্ড এর কয়েকটি হেয়ার ট্রিমার এর দাম উল্লেখ করে দেয়া হয়েছে। এই দামে বিভিন্ন অনলাইন শপ থেকে ট্রিমারগুলো কিনতে পারবেন। তবে, সরাসরি দোকান থেকে কিনলে দাম উপরের তালিকায় উল্লেখ করে দেয়া দামের তুলনায় কম বা বেশি হতে পারে।
চুল কাটার মেশিন কোনটা ভালো
চুল কাটার মেশিন আমাদের দেশে অনেক পাওয়া যায়। বিভিন্ন ব্রান্ডের এবং বিভিন্ন দামের চুল কাটার মেশিন রয়েছে। অনেকেই চিন্তায় পড়ে যান যে, চুল কাটার মেশিন কোনটা ভালো? চুল কাটার মেশিন কিনতে চাইলে একটু বেশি দাম দিয়ে ব্রান্ডেরগুলো কেনার চেষ্টা করবেন। কারণ, যেসব হেয়ার ট্রিমার কম দামে পাওয়া যায়, সেগুলোতে চার্জ এর ব্যাকআপ বেশি সময় যাবত থাকেনা।
এছাড়াও, এসব কমদামী ৪০০ টাকা থেকে ৫০০ টাকার হেয়ার ট্রিমারগুলোতে আরও অনেক সমস্যা থাকে। যেমন – ট্রিমারে চুল আটকে ধরা, ট্রিমার দ্রুত নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি। তাই, একটু বেশি দাম দিয়ে একটি ব্রান্ডের হেয়ার ট্রিমার ক্রয় করুন।
বাংলাদেশে বিভিন্ন ব্রান্ডের হেয়ার ট্রিমার পাওয়া গেলেও, আপনি চেষ্টা করবেন নিচের তালিকায় উল্লেখ করে দেয়া ব্রান্ডগুলোর চুল কাটার মেশিন কেনার চেষ্টা করবেন। এসব ব্রান্ডের চুল কাটার মেশিন অনেক ভালো মানের হয়ে থাকে এবং ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাওয়া যায়।
- Kemei
- SSB
- Philips
- HTC
- Panasonic
- VGR
- WAHL
- Enchen
এগুলো ছাড়াও আরও অনেক ব্রান্ডের হেয়ার ট্রিমার পাওয়া যায়। তবে, চুল কাটার মেশিন কেনার পূর্বে সেই ব্রান্ডের চুল কাটা মেশিনটির রিভিউ দেখে নেয়ার চেষ্টা করবেন। এতে করে, উক্ত মেশিনটি ভালো নাকি খারাপ তা জানতে পারবেন। তবে, ৪০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার কমে অনেক হেয়ার ট্রিমার পাওয়া যায়, যেগুলোর বিল্ড কোয়ালিটি ভালো না এবং অল্প সময়েই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়।
চুল দাড়ি কাটার মেশিন দাম কত
চুল দাড়ি কাটার অনেক মেশিন পাওয়া যায় আমাদের দেশে। চুল কাটার মেশিনগুলোকে ট্রিমার বলা হয়ে থাকে। আপনি যদি নিজের জন্য একটি হেয়ার ট্রিমার কিনতে চান, তাহলে ১.৫ হাজার টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মাঝেই কিনতে পারবেন। এছাড়া, আরও ভালো মানের কিছু হেয়ার ট্রিমার রয়েছে যেগুলোর দাম ৭ হাজার টাকা অব্দি হয়ে থাকে।
📌 আরো পড়ুন 👇
সেলুনে কাজ করার জন্য এসব ট্রিমার ব্যবহার করা হয়ে থাকে। বেশি ব্যাটারি ব্যাকআপ এবং ভালো মানের প্রয়োজন হলে Philips, Kemei, Panasonic ইত্যাদি ব্রান্ডের চুল দাড়ি কাটার মেশিনগুলো কিনতে পারেন। এসব ব্রান্ডের চুল কাটার মেশিনের দাম একটু বেশি হলেও এগুলোর কোয়ালিটি অনেক ভালো মানের হয়ে থাকে।
জাপানি চুল কাটার মেশিন
জাপানি চুল কাটার মেশিন আমাদের দেশে যেকোনো অনলাইন শপ থেকে কিনতে পারবেন। এছাড়া, নিজে গিয়েও দোকান থেকে কিনতে পারবেন। জাপানি চুল কাটার মেশিনের দাম ২,৮০০ টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা অব্দি হয়ে থাকে। জাপানের চুল কাটার মেশিনগুলোর মান অনেক ভালো হয়ে থাকে।
ফলে, জাপানি হেয়ার ট্রিমারগুলো অনেক সময় যাবত ব্যবহার করতে পারবেন। সহজে চার্জ শেষ হবেনা এবং সহজে নষ্ট হবেনা। জাপানির হেয়ার ট্রিমারগুলোর ব্যাটারিতে সমস্যা হলে সহজেই ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন।
এছাড়াও নিম্নে কমদামী কিছু জাপানি চুল কাটা মেশিনের নাম ও দাম দেওয়া হলো:
- Panasonic EH-NA6B: ১,৫০০ টাকা
- Panasonic EH-LE17: ২,৫০০ টাকা
- Philips HC1050/15: ১,০০০ টাকা
- Philips NT9630/20: ৩,০০০ টাকা
- Kemei KM-6622: ৫০০ টাকা
- Kemei KM-8120: ১,০০০ টাকা
চুল কাটার মেশিন সম্পর্কিত কিছু প্রশ্নউত্তর
হেয়ার ট্রিমার এর দাম কত?
হেয়ার ট্রিমার এর দাম ৪০০ টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা অব্দি হয়ে থাকে। তবে, ১.৫ হাজার টাকা থেকে ২ হাজার টাকার মাঝে অনেক ভালো মানের হেয়ার ট্রিমার রয়েছে যেগুলো নিজের জন্য কিনতে পারেন।
চুল কাটার মেশিন কে কি বলে?
চুল কাটার মেশিন কে হেয়ার ট্রিমার এবং হেয়ার ক্লিপার বলে। Hair Trimmer এবং Hair Clipper এর মাঝে কিছু পার্থক্য রয়েছে।
সবচেয়ে ভালো ট্রিমার কোনটি?
সবচেয়ে ভালো ট্রিমার হচ্ছে ফিলিপস ব্রান্ডের। এই ব্রান্ডের ট্রিমারগুলো অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে। ফলে, ব্যাটারি ব্যাকআপ বেশি সময় যাবত পাওয়া যায় এবং সহজে নষ্ট হয়না।
সেলুনে কোন ট্রিমার ব্যবহার করা হয়?
সেলুনে বিভিন্ন হেয়ার ট্রিমার ব্যবহার করা হয়ে থাকে। এসব হেয়ার ট্রিমার এর দাম ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা অব্দি হয়ে থাকে।
শেভ করার জন্য হেয়ার ক্লিপার ব্যবহার করা যাবে কি?
হ্যাঁ, শেভ করার জন্য হেয়ার ক্লিপার ব্যবহার করতে পারবেন। তবে, ক্লিন শেভ করার মতো একদম ক্লিন হবেনা।
কোন ট্রিমার সবচেয়ে ভালো ও দীর্ঘস্থায়ী?
বিভিন্ন ব্রান্ডের হেয়ার ট্রিমার রয়েছে যেগুলো অনেক ভালো মানের এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন। এগুলোর ব্যাটারি ব্যাকআপও অনেক বেশি সময় যাবত থাকে।
চুল কাটার মেশিন সম্পর্কে আমাদের মতামত
আজকের এই ব্লগে আপনাদের সাথে চুল কাটার মেশিনের দাম কত টাকা তা নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন ব্রান্ডের হেয়ার ট্রিমারের দাম কত টাকা তা শেয়ার করেছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে চুল কাটার মেশিনের দাম কত টাকা বাংলাদেশে তা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। হেয়ার ট্রিমার বা হেয়ার ক্লিপার কেনার পূর্বে অবশ্যই কয়েকটি দোকান যাচাই করে নিবেন।
চুল কাটার মেশিন সম্পর্কে যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এতক্ষন ডিয়ার টেক ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।