ওয়েল্ডিং মেশিন কিনতে চাচ্ছেন কিন্তু ওয়েল্ডিং মেশিনের দাম কত টাকা জানেন না? আজকের এই ব্লগে আপনাদের সাথে ওয়েল্ডিং মেশিনের দাম কত টাকা বাংলাদেশে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ওয়েল্ডিং মেশিন কিনতে চাইলে পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়ুন।
ধাতব জিনিসপত্র তৈরি এবং মেরামতের ক্ষেত্রে ওয়েল্ডিং মেশিন একটি অপরিহার্য হাতিয়ার। বিভিন্ন ধাতব উপাদান, যেমন ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, ব্রোঞ্জ, রড ইত্যাদি একত্রিত করতে, এসব উপাদান দিয়ে যেকোনো কিছু তৈরি করতে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। ওয়েল্ডিং মেশিন কয়েক প্রকার হয়ে থাকে।
তো চলুন, ওয়েল্ডিং মেশিনের দাম কত টাকা বাংলাদেশে, মিনি ওয়েল্ডিং মেশিনের দাম কত টাকা এবং বিভিন্ন প্রকার ওয়েল্ডিং মেশিনের দাম কত টাকা তা জেনে নেয়া যাক।
ওয়েল্ডিং মেশিনের দাম কত টাকা
ওয়েল্ডিং মেশিনের দাম ১৭ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন প্রকার ওয়েল্ডিং মেশিন পাওয়া যায়। পোর্টেবল ওয়েল্ডিং মেশিনের দাম সাধারণ ওয়েল্ডিং মেশিনের দামের তুলনায় একটু বেশি হয়ে থাকে। একটি ভালো মানের ওয়েল্ডিং মেশিন কিনতে চাইলে ১৭,৫০০ টাকা থেকে শুরু করে ১,৫০,০০০ টাকা অব্দি হয়ে থাকে।
আপনি যদি একটি পোর্টেবল ওয়েল্ডিং মেশিন কিনতে চান, তাহলে দাম একটু বেশি পড়বে। পোর্টেবল ওয়েল্ডিং মেশিনের দাম একটু বেশি হয় এবং এই মেশিনগুলো সহজেই যেকোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়। এছাড়াও, পোর্টেবল ওয়েল্ডিং মেশিন সাধারণ ওয়েল্ডিং মেশিনের থেকে দেখতে সুন্দর এবং অনেক নিরাপদ। নিচে বিভিন্ন ব্রান্ডের এবং বিভিন্ন দামের ওয়েল্ডিং মেশিনের নাম উল্লেখ করে দেয়া হল।
ওয়েল্ডিং মেশিনের দাম কত টাকা ২০২৪
ওয়েল্ডিং মেশিনের দাম ১৭,৫০০ টাকা থেকে শুরু করে ১,৫০,০০০ টাকা অব্দি হয়। আপনি যে ধরনের ওয়েল্ডিং মেশিন কিনবেন, তার কোয়ালিটির উপর ভিত্তি করে দাম কমবেশি হবে। ওয়েল্ডিং মেশিনগুলোর শক্তি এবং লোড নেয়ার সক্ষমতার উপর ভিত্তি করে দাম কমবেশি হয়। তো চলুন, কয়েকটি ওয়েল্ডিং মেশিনের নাম এবং এগুলোর দাম সম্পর্কে জেনে নেয়া যাক।
- WELDING MACHINE TIG 200 PROFESSIONAL MOSDAR — দাম — 27,100 টাকা
- WELDING MACHINE TIG 200A MOSDAR — দাম — 17,500 টাকা
- WELDING MACHINE TIG 200CT RILAND — দাম — 21,000 টাকা
- WELDING MACHINE TIG 200D MOSDAR — দাম — 19,000 টাকা
- WELDING MACHINE TIG 200P MOSDAR — দাম — 27,100 টাকা
- WELDING MACHINE TIG 250 MOSDAR — দাম — 30,500 টাকা
- WELDING MACHINE TIG 250 PROFESSIONAL MOSDAR — দাম — 50,250 টাকা
- WELDING MACHINE TIG 250CT RILAND — দাম — 30,000 টাকা
- WELDING MACHINE TIG 300 PROFESSIONAL MOSDAR — দাম — 43,800 টাকা
- WELDING MACHINE TIG 300A RILAND — দাম — 46,000 টাকা
- WELDING MACHINE TIG WS 400GT RILAND — দাম — 76,400 টাকা
- WELDING MACHINE TIG 315P ACDC MOSDAR — দাম — 112,100 টাকা
- WELDING MACHINE TIG 500 PROFESSIONAL MOSDER — দাম — 112,200 টাকা
- WELDING MACHINE TIG ITG 300 AC DC WIM — দাম — 150,000 টাকা
উপরে এই তালিকায় উল্লেখ করে দেয়া প্রতিটি ওয়েল্ডিং মেশিনের দাম কত টাকা তা পাশেই দেয়া রয়েছে। আপনি যে মডেলের ওয়েল্ডিং মেশিন কিনতে চান, সেটির বর্তমান দাম কত টাকা তা উপরোক্ত তালিকা থেকে জানতে পারবেন। এগুলো প্রতিটি একেকটি পোর্টেবল ওয়েল্ডিং মেশিন। এই Welding Machine গুলো যেকোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া যাবে।
এছাড়াও, ওয়েল্ডিং মেশিনগুলো দেখতে বুঝতে পারবেন যে এগুলো সাধারণত ব্যবহার করা ওয়েল্ডিং মেশিনের থেকে অনেক সুরক্ষিত। তাই, আপনার দোকান কিংবা কন্সট্রাকশন কাজের জন্য ওয়েল্ডিং মেশিন কেনার প্রয়োজন হলে এই ওয়েল্ডিং মেশিনগুলো ক্রয় করতে পারেন। ওয়েল্ডিং মেশিনগুলো সরাসরি দোকান থেকে কিংবা অনলাইন থেকেও অর্ডার করে কিনতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য: উপরে সংযুক্ত তালিকায় উল্লেক করে দেয়া দামের তুলনায় অনলাইন থেকে কিংবা সরাসরি দামের মাঝে কিছুটা পার্থক্য হতে পারে। কারণ, দেশের বাজার স্থিতিশীল নয়। একারণে, যেকোনো সময় যেকোনো পণ্যের দাম বৃদ্ধি হতে পারে।
মিনি ওয়েল্ডিং মেশিনের দাম
মিনি ওয়েল্ডিং মেশিনের দাম ৪ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা অব্দি হয়ে থাকে। ছোট কাজের জন্য মিনি ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়। ওয়েল্ডিং মেশিনগুলো দিয়ে ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, ব্রোঞ্জ, রড ইত্যাদির কাজ করা হয়। ছোট পরিসরে কাজ করার জন্য একটি ওয়েল্ডিং মেশিন কেনার প্রয়োজন হলে মিনি ওয়েল্ডিং মেশিন কিনতে পারেন।
আমাদের দেশে মিনি ওয়েল্ডিং মেশিনগুলোর দাম বেশি না। তবে, পোর্টেবল বিভিন্ন ব্রান্ডের অনেক ভালো মানের ওয়েল্ডিং মেশিন পাওয়া যায় যেগুলোর দাম তুলনামূলক একটু বেশি। তবে, অল্প কাজের জন্য প্রয়োজন হলে মিনি ওয়েল্ডিং মেশিন কিনতে পারেন। এই মিনি ওয়েল্ডিং মেশিন ব্যবহার করে আপনার বাসায় কিংবা দোকানে যেকোনো প্রকার ঝালাই এর কাজ করতে পারবেন।
ওয়েল্ডিং মেশিন প্রাইস ইন বাংলাদেশ
ওয়েল্ডিং মেশিন প্রাইস ইন বাংলাদেশ নির্ভর করে ওয়েল্ডিং মেশিনের কোয়ালিটি এবং সক্ষমতার উপর। মিনি ওয়েল্ডিং মেশিনের দাম ৪ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। আবার, ভারী কাজ করার জন্য যেসব ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়, সেগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। পোর্টেবল এসব ওয়েল্ডিং মেশিনের দাম ১৭,৫০০ টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা অব্দি হয়ে থাকে।
বিভিন্ন ওয়েল্ডিং এর দোকানে, বড় কারখানায় ওয়েল্ডিং এর কাজ করার জন্য যেসব ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়, এগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। বড় কারখানায় ব্যবহার করা ওয়েল্ডিং মেশিনগুলোর দাম ১.৫ লক্ষ টাকা অব্দি হয়ে থাকে। তবে, এর থেকেও কম দামের ওয়েল্ডিং মেশিন পাওয়া যায় যেগুলো ব্যবহার করে বিভিন্ন ওয়ার্কশপে কাজ করা হয়।
তবে, আপনি যদি ওয়েল্ডিং করার জন্য একটি ওয়েল্ডিং মেশিন কিনতে চান, তাহলে ১৭,৫০০ টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকার মাঝে একটি পোর্টেবল ওয়েল্ডিং মেশিন কিনতে পারবেন। তবে, মিনি ওয়েল্ডিং মেশিনগুলোর দাম একটু কম। চাইলে সেগুলোও কিনতে পারেন।
ক্রাউন ওয়েল্ডিং মেশিনের দাম কত
বাংলাদেশে বিভিন্ন ব্রান্ডের ওয়েল্ডিং মেশিন পাওয়া যায়। এর মাঝে একটি ব্রান্ড হচ্ছে ক্রাউন ওয়েল্ডিং মেশিন। ক্রাউন ব্রান্ডের ওয়েল্ডিং মেশিনের দাম ১২ হাজার টাকা থেক শুরু করে ৬০ হাজার টাকা অব্দি হয়ে থাকে। নিচে ক্রাউন্ড ব্রান্ডের বিভিন্ন ওয়েল্ডিং মেশিনের মডেল নাম এবং এগুলোর দাম উল্লেখ করে দেয়া হল।
- CROWN Inverter DC MMA Welding Machines (30-160A) — দাম — 14,530 টাকা
- CROWN MMA Welding Machines (20-180A) — দাম — 24,620 টাকা
- CROWN Inverter DC MMA Welding Machines (30-150A) — দাম — 11,975 টাকা
- CROWN Inverter DC MMA Welding Machines (20-270A) — দাম — 52,970 টাকা
- CROWN Inverter DC MMA Welding Machines (30-200A) — দাম — 19,080 টাকা
- Crown MIG Welding Machine, Model: CT33128 — দাম — 59,800 টাকা
- CROWN TIG/MMA Welding Machines (15-200A) — দাম — 36,195 টাকা
ব্রান্ডভেদে ওয়েল্ডিং মেশিনের দামের মাঝে পার্থক্য হয়ে থাকে। আপনি যদি কম দামের মাঝে ভালো ওয়েল্ডিং মেশিন কিনতে চান, তাহলে মিনি ওয়েল্ডিং মেশিন কিনতে পারেন। মিনি ওয়েল্ডিং মেশিনগুলোর দাম সাধারণত কম হয়ে থাকে।
ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন দাম
ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন দাম ব্রান্ড এবং কোয়ালিটির উপর ভিত্তি করে নির্ধারিত হয়। রড, ইস্পাত সহ যেকোনো ধরনের ধাতব জিনিস ওয়েল্ডিং করার জন্য যেসব ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়, এগুলো ছোট এবং বড় আকারে পাওয়া যায়। মিনি ওয়েল্ডিং মেশিনগুলোর দাম ৪ হাজার টাকা থেকে ১০ হাজার অব্দি হয়ে থাকে।
এছাড়া, বড় ওয়েল্ডিং মেশিনগুলোর দাম ১৭ হাজার টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা অব্দি হয়ে থাকে। ব্রান্ড ভেদে দাম কমবেশি হয়ে থাকে। আপনি চাইলে ক্রাউন ওয়েল্ডিং মেশিন কিনতে পারেন।
সার্কিট ওয়েল্ডিং মেশিনের দাম কত টাকা
বিভিন্ন ইলেকট্রিক সামগ্রীর সার্কিট সহ বিভিন্ন জিনিস ওয়েল্ডিং করার জন্য ছোট আকারে একটি ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। এগুলোকে সার্কিট ওয়েল্ডিং মেশিন বা তাতাল মেশিন বলা হয়। এই ওয়েল্ডিং মেশিনগুলোর দাম ১৫০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা অব্দি হয়ে থাকে। বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন প্রকারের সার্কিট ওয়েল্ডিং মেশিন পাওয়া যায়।
📌 আরো পড়ুন 👇
- চুল কাটার মেশিনের দাম কত
- বাচ্চাদের জন্য কোন ক্রিম ভালো
- বাচ্চাদের জন্য কোন সাবান ভালো
- বাচ্চাদের জন্য কোন অলিভ অয়েল ভালো
তাই, আপনার যে ধরনের সার্কিট ওয়েল্ডিং করবেন, তার উপর ভিত্তি করে বা আপনার কাজের উপর ভিত্তি করে সার্কিট ওয়েল্ডিং মেশিন কিনতে পারেন। সরাসরি দোকান থেকে কিংবা অনলাইন থেকেও সার্কিট ওয়েল্ডিং মেশিন কিনতে পারেন।
ওয়েল্ডিং মেশিন কোথায় পাওয়া যায়
ওয়েল্ডিং মেশিন কেনার সময় কিছু বিষয় মাথায় রাখতে হয়। যেমন: আপনার বাজেট কেমন, প্রয়োজনীয়তা কতটুকু, কোন ব্যান্ড, ওয়ারেন্টি ও মেশিনের বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়গুলোর প্রতি নজর রাখবেন।
এবার আসি ওয়েল্ডিং মেশিন কোথায় পাওয়া যায় আপনি কোথা থেকে কিনবেন?
আপনার এলাকা বা আশেপাশের যেকোনো হার্ডওয়ারের দোকানে ওয়েল্ডিং মেশিন পাওয়া যেতে পারে। তবে সব থেকে ভালো হয় আপনি যে ব্রান্ডের বা যে কোম্পানি ওয়েল্ডিং মেশিন কিনতে চাচ্ছেন, সেই শোরুমে যোগাযোগ করুন। কেননা লোকাল দোকান থেকে ক্রয় করলে ভেজাল দেয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু শোরুম থেকে ক্রয় করলে ভেজালের কোন সম্ভাবনা থাকে না। এছাড়াও মেশিনে কোন সমস্যা হলে সার্ভিসিং এর সুযোগ পাওয়া যায়।
আপনি চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন। বর্তমানে অনলাইনে এমন অনেক ওয়েবসাইট আছে, যাদের থেকে ক্রয় করলে ওয়েল্ডিং মেশিন আপনার হাতে পৌঁছায় দিবে। তবে এসকল মেশিন অনলাইনে না কেনায় ভালো।
ওয়েল্ডিং মেশিন সম্পর্কে আমাদের মতামত
এই পোস্টে ওয়েল্ডিং মেশিনের দাম কত টাকা বাংলাদেশে তা নিয়ে আলোচনা করেছি। ওয়েল্ডিং মেশিন কিনতে চাইলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন। Welding Machine Price in Bangladesh সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। রড, ইস্পাত ইত্যাদির ধাতব দ্রব্যের ওয়েল্ডিং করুন কিংবা ইলেক্ট্রনিক পণ্যের সার্কিট এর ওয়েল্ডিং করুন, ওয়েল্ডিং মেশিন কেনার পূর্বে অবশ্যই কয়েকটি দোকান যাচাই করে নিতে ভুলবেন না।
ওয়েল্ডিং মেশিন সম্পর্কে যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এতক্ষন ডিয়ার টেক ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।