কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংকের ৮টি কার্যাবলী

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

5/5 - (2 votes)

কেন্দ্রীয় ব্যাংক কি এ সম্পর্কে অনেকেই গুগল করেন তবে সহজ ভাষায় কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্কে বিস্তারিত পাওয়া টা অনেক কঠিন। আমাদের আজকের আর্টিকেলে আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরবো। 

যদি আপনি কেন্দ্রীয় ব্যাংক কি ও কেন্দ্রীয় ব্যাংকের সুবিধা গুলো সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন। 

Table of Contents

কেন্দ্রীয় ব্যাংক কি ( what is Central Bank)

একটি দেশের সর্বোচ্চ লেভেল এর আর্থিক প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মূলত দেশের মধ্যে অর্থ, মুদ্রা প্রদান ও সুদের হার নিয়ন্ত্রণ করতে পারে। একটি দেশের রিজার্ভ এর পরিমান নির্ধারণ করা হয় কেন্দ্রীয় ব্যাংক এর মুনাফা অনুযায়ী। কেন্দ্রীয় ব্যাংক কে অনেকেই রিজার্ভ ব্যাংক হিসেবে চিনে থাকেন। 

দেশের মূদ্রা ছাপে শুধু মাত্র কেন্দ্রীয় ব্যাংক। শুধু মাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপাকৃত মুদ্রা গুলো দেশে ব্যবহার করা যায়। কেন্দ্রীয় ব্যাংকের মূলত প্রধান একটি কাজ হলো টাকা ছাপানো। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কে বাংলাদেশ ব্যাংক বলা হয়ে থাকে। 

কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে 

স্বাধীন একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা,  রাজস্ব নিতী, মুদ্রা ছাপানো ইত্যাদি কাজ গুলো বিশ্বস্ততার সাথে পালন করে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি কিছু কিছু কেন্দ্রীয় ব্যাংক আছে। তবে বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংক গুলো সরকারি হয়। 

মূলত একটি দেশের মুদ্রা ছাপানো, অর্থনৈতিক ভারসাম্য ঠিক রাখা ইত্যাদি সকল অর্থনৈতিক কাজ গুলো যে ব্যাংক পালন করে সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এই হলো একটি দেশের সবচেয়ে বড় ব্যাংক। সাধারণত বেসরকারি বা কেন্দ্রীয় ব্যাংক ছাড়া মুদ্রা ছাপানো আইনত অপরাধ বা কোনো ভাবে সম্ভব নয়। 

তবে একটি দেশে কি পরিমান মুদ্রা চলবে আর নতুন মুদ্রা ছাপানোর একমাত্র অধিকার শুধু কেন্দ্রীয় ব্যাংকের থাকে। একটি দেশের সকল রিজার্ভ গুলো কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয়। কোনো দেশ কি পরিমান অর্থনীতির দিক থেকে উন্নিত সেটা বোঝা যায় কেন্দ্রীয় ব্যাংকের জমানো অর্থের মাধ্যমে। 

📌 আরো পড়ুন 👇

তো যাইহোক,  যে ব্যাংক গুলো সরকারি ভাবে প্রতিষ্ঠিত ও দেশের রিজার্ভ হিসেবে কাজ করে, বাকি সব ব্যাংক কে নিয়ন্ত্রণ কর‍তে পারে সে ব্যাংক গুলো কে মূলত কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। কেন্দ্রিয় ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক অচল হয়ে পরে। 

কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি

কেন্দ্রিয় ব্যাংক কি, ব্যাংকের কার্যাবলী কি কি

একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড হলো কেন্দ্রীয় ব্যাংক। এবং দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ ও পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে।

কেন্দ্রীয় ব্যাংকের কিছু বৈশিষ্ট্য বা কার্যাবলি রয়েছে সেগুলো হলো –

১। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রন করতে পারে

শুধু মাত্র কেন্দ্রীয় ব্যাংক এই একটি দেশের মুদ্রাস্ফীতি নির্ধারণ করতে পারে। এ সম্পর্কে নীতি প্রনয়ন করার ক্ষমতা শুধু মাত্র কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মধ্যে এটি অন্যতম।

২। নতুন মুদ্রা ছাপানো

সাধারণ কোনো ব্যাংক নতুন মুদ্রা ছাপাতে পারেনা। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকেই শুধু মাত্র নতুন মুদ্রা ছাপানো হয় ও দেশের মধ্যে প্রচলন করা হয়। ধরুন, যদি কেন্দ্রীয় ব্যাংক চায় যে আরো ৫০০ টি ১০০০ হাজার টাকার নোট ছাপাবে তাহলে সেটা শুধু করার অধিকার কেন্দ্রীয় ব্যাংক এই রাখে। 

৩। সরকারের ব্যাংকার

দেশের সরকারের ব্যাংক একাউন্ট পরিচালনা কর‍তে পারে শুধু মাত্র কেন্দ্রীয় ব্যাংক। সরকার চাইলে কেন্দ্রিয় ব্যাংক থেকে ঋন গ্রহণ কর‍তে পারবে। দেশের সকল অর্থ জমা রাখতে হবে শুধু কেন্দ্রীয় ব্যাংকে। কারন দেশের সমস্ত রিজার্ভ থাকে কেন্দ্রীয় ব্যাংকে। 

৪। একমাত্র অর্থনৈতিক প্রতিষ্ঠান

প্রতিটি দেশেই শুধু মাত্র একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। তাই এখানে দ্বৈত কোনো প্রতিষ্ঠান না থাকায় সহজেই বিশ্বস্ত হয়ে উঠে সাধারণ মানুষের কাছে।  কোনো দেশেই একের অধিক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করার নিয়ম নেই। 

৫। অর্থবাজার নিয়ন্ত্রন

কেন্দ্রিয় ব্যাংক অর্থবাজার নিয়ন্ত্রন করে থাকে। অন্যান্য ব্যাংকিং খাত গুলো কে উন্নত করে তোলে। 

৬। সব ব্যাংকের  ব্যাংকার

দেশের সকল ব্যাংকের প্রধান ব্যাংকার হিসেবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এতে অন্যান্য ব্যাংক গুলোর মধ্যে কোনো রুপ ঝামেলার সৃষ্টি হয় না। 

৭। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রন করে

বৈদেশিক মুদ্রা এবং দেশের মুদ্রার বিনিময় করে থাকে। আরো সহজ ভাবে বললে – ধরুন কেউ বিদেশ থেকে ডলার পাঠালো বাংলাদেশ ব্যাংক সেখান থেকে ডলার রেখে বাংলাদেশের কারেন্সি অনুযায়ী আপনাকে টাকা প্রদান করা হবে। 

৮। বানিজ্যিক ব্যাংক ঋন দেয়

বানিজ্যিক ব্যাংক সমুহ কেন্দ্রিয় ব্যাংকের মাধ্যমে ঋন গ্রহন করতে পারে। এটি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মধ্যে অন্যতম।

৯। সুদের হার নির্ধারণ

কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার যে হার নির্ধারণ করে তাকে সুদের হার বলে। এই হার বাড়লে বা কমলে, ব্যাংকগুলোও তাদের ঋণের সুদের হার বাড়ায় বা কমায়। ফলে লোকেরা কম বা বেশি ঋণ নেয় এবং অর্থনীতির চাকা ঘুরতে থাকে।

কেন্দ্রীয় ব্যাংক আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ

কেন্দ্রীয় ব্যাংক আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষা করে। যখন আর্থিক ব্যবস্থা স্থিতিশীল থাকে, তখন আমরা সবাই নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারি, বিনিয়োগ করতে পারি এবং আমাদের জীবন যাপন করতে পারি।

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম কি

প্রতিটি দেশের মতো বাংলাদেশেও রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো – বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের কার্যবলী ও বৈশিষ্ট্য 

কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের প্রধান ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কিছু বৈশিষ্ট আমরা নিচে দিলাম –

১। সকল ব্যাংকের প্রধান ব্যাংক

অন্যান্য সকল বানিজ্যিক ব্যাংকের মালিকানা শুধু মাত্র বাংলাদেশ ব্যাংকের। বানিজ্যিক ব্যাংক গুলোকে চলতি ও স্থায়ী আমানত গুলোর ১০০ ভাগের ৫ ভাগ জমা দিতে হয় বাংলাদেশ ব্যাংকে। যদি বানিজ্যিক ব্যাংকগুলোর ঋন এর প্রয়োজন হয় তবে বাংলাদেশ ব্যাংক থেকে ঋন গ্রহণ করতে পারবে। 

২। সরকারি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সরকারি ব্যাংক হিসেবে কাজ করে। সরকারের অর্থ ও দেশের রিজার্ভ গুলো সব বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ৯০ দিনের জন্য বিনা সুদে ঋন গ্রহণ করতে পারবে। বাংলাদেশ ব্যাংক যে কোনো অর্থনৈতিক সহযোগিতা সরকার কে করে থাকে।

৩। টাকা ছাপানো

বাংলাদেশ ব্যাংকের অন্যতম একটি কাজ হলো টাকা ছাপানো। বাংলাদেশ ব্যাংক যেহেতু একটি কেন্দ্রীয় ব্যাংক তাই টাকা ছাপানোর একমাত্র অধিকার পালন করে বাংলাদেশ ব্যাংক।

📌 আরো পড়ুন 👇

উক্ত কাজ ছাড়াও বাংলাদেশ ব্যাংক অনেক দায়িত্ব পালন করে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য। 

কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে আমাদের মতামত

আর্টিকেলে আমরা কেন্দ্রীয় ব্যাংক কি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। যদি আপনারা আর্টিকেল টি পড়ে উপকৃত হোন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, ধন্যবাদ।


পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Comment