মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন 2024

Photo Background Remove করে Fiverr থেকে মাসে 500 থেকে 100 ডলার ইনকাম করুন। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফ্রিল্যান্সিং করে মাসে 500 থেকে 1000 (Dollars) ইনকাম করুন আজকের এই প্রো কোর্স এর মাধ্যমে। Fiverr আছে একটি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। যেখানে হাজারো ধরনের কাজ পাওয়া যায়। Fiverr মার্কেটপ্লেস থেকে আপনি সহজেই জব খুঁজে পেতে পারেন। ফাইবার থেকে ইনকাম করার সহজ কিছু পদ্ধতি নিচে তুলে ধরা হলো। online ইনকাম সাইট এর বেস্ট উদাহরণ হচ্ছে ফাইভার মার্কেটপ্লেস। অনলাইন ইনকাম করার জন্য অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে হয় ফ্রি ভাবে ইনকাম করার শর্টকাট কোন পদ্ধতি আমার জানা নেই।

Photo Background remove করে ইনকাম করুন

এটি একটি মাইক্রনিস টাইপ কাজ, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম অনলাইন করতে পাবেন। এখানে ইনকাম করা একদম সহজ কারণ এখানে শুধুমাত্র আপনি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে 10 ডলার থেকে 100 ডলার ইনকাম করতে পারেন। অনলাইনে টাকা ইনকাম করার পদ্ধতি অনেক রয়েছে, তার মধ্যে এটি একটি। অনেক নতুন ফ্রিল্যান্সার হয়েছে যারা কোন স্কিল ডেভেলপ না করাই সাধারণ ভাবে তাদের বুদ্ধি কে কাজে লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতেছে। আপনিও চাইলে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মাধ্যমে আপনি অনলাইন ইনকাম শুরু করতে পারেন।

Photo Background Remove করার পদ্ধতি

আপনি কি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পদ্ধতি খুঁজছেন? তা অতি সহজেই করা যেতে পারে! ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক টুলস বা সফটওয়্যার পাওয়া যায়। যেগুলো সাহায্যে আপনি নিমিষেই আপনার কাঙ্খিত ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সাইবার মার্কেটপ্লেসে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে অসংখ্য সার্ভিস দেখতে পারবেন। যেগুলো সেল করে প্রতিদিন একজন ব্যক্তি 100 থেকে 200 ডলার ইনকাম করতে পাড়বে।এবং এই হিসাবে ধরলে মাসে দেখা যায় যে ৫০০ থেকে ১০০০ ডলার ইনকাম করা কোন ব্যাপারই নয়।

photo background removal tools?

  • Adobe Premiere Pro
  • Adobe Premiere Pro
  • Adobe Photoshop 7.0
  • remove.bg (website)
  • Remove.io (website)

এই সমস্ত টুলস দিয়ে আপনি খুব সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একদম নিখুঁতভাবে। এজন্য আপনাকে এই ফটোশপের উপরে বিভিন্ন টিউটোরিয়াল বা দক্ষতা অর্জন করতে হবে। তা না হলে আপনি online টাকা আয় করার উপায় জেনেও ইনকাম করতে পাড়বেন না।প্রথমে আপনাকে টুলস এর সঠিক ব্যবহার জানতে হবে তাহলে আপনি ফটো এডিটিং এর একজন দক্ষ অপারেটর হয়ে উঠতে পারবেন। আর যখনই আমি একজন দক্ষ ফটো এডিটর হবেন তখনই মার্কেটে আপনার ডিমান্ড অনেক বেশি থাকবে। এবং বিভিন্ন মার্কেটপ্লেসে আপনি ক্লাইন খুজে তাদেরকে আপনার নির্দিষ্ট সার্ভিসটি অফার করতে পারবেন। অনলাইন মার্কেটপ্লেসে আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন? তানিম্যা আলোচনা করা হলো।

📌 আরো পড়ুন 👇

অনলাইনে ক্লায়েন্ট খুজে পাওয়ার সকল উপায়

আপনি যদি প্রফেশনাল ভাবে অনলাইনে ক্লাইন্ট খুঁজতে চান তাহলে প্রথমে আপনাকে কয়েকটি পপুলার মার্কেটপ্লেসকে টার্গেট করতে হবে। যেমন: Fiverr, Freelancer, Upwork, PeopleperHour এগুলি হচ্ছে অনলাইন থেকে ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং এর টপ মার্কেটপ্লেস। এখানে অনেক লো ডিমান্ড থেকে শুরু করে হাই ডিমান্ড এর মায়ার খুঁজে পাওয়া যায়।

প্রথমে আপনি যে মার্কেট খুলেছে কাজ করবেন সেই মার্কেটপ্লেস সম্পর্কে ভালোভাবে জানুন। এবং আপনি একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন। সেটা হতে পারে ফাইবার কিংবা আপ-ওয়ারক কিংবা অন্যান্য সব মার্কেটপ্লেসে। এরপর সকল তথ্য বা আপনার স্কিল গুলি সঠিক ভাবে প্রোফাইলের মধ্যে পোর্টফোলিও হিসেবে সাজিয়ে রাখুন। এরপর আপনার কাজ হবে আপনাকে একটি সার্ভিস অর্ডার তৈরি করা যেটাকে আমরা Fiverr এর ভাষায় Gig বলে থাকি।

Fiverr মার্কেটপ্লেস এ Gig তৈরি করার সঠিক পদ্ধতি

Gig কি? কি ঘটছে একটি সার্ভিসের সম্পূর্ণ ইনফরমেশন বা স্ট্রাকচার। সাধারণভাবে বললে এটিকে একটি অর্ডারও বলা যেতে পারে, সবথেকে ভালো হবে এটিকে একটি অফার হিসাবে নির্বাচিত করতে। ফাইবারে গিট তৈরি করার জন্য প্রথমে আপনাকে আপনার কাজগুলো রিলেটেড কয়েকটি সিম্পল বা ডেমো তৈরি করতে হবে। এবং সেগুলো আপনি আপনার বেগের প্রাইমারি ইমেজ হিসেবে ব্যবহার করতে পারেন।

এতে করে আপনি যে একজন দক্ষ কারিগর সেটি যেন খুব সহজে ক্লায়েন্ট আপনার গিগ দেখেই বুঝতে পারে। প্রথম অবস্থায় আপনি আপনার অফার গুলো এবং বাজেটকে কম রাখার চেষ্টা করুন। এতে করে অতি দ্রুত আপনি কাজের জন্য অর্ডার পেতে পারেন। যখন আপনার মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে করতে একটা বেশ অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি, ক্লাইনদের সাথে হাই ডিমান্ডে করে ভালো পরিমাণে Fiverr থেকে ইনকাম করতে পারবেন।

সোশ্যাল মিডিয়া থেকে ক্লাইন্ট খুঁজুন

প্রথম অবস্থাতে যে কোন মার্কেটপ্লেস এ সহজে আপনাকে কোন ক্লায়েন্ট কাজ দিতে চাইবে না। তাই আপনি আপনার অফার গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন। সেখান থেকে ক্লাইন্ট আপনাকে কাজের স্যাম্পল দিবে এবং আপনি সেটিকে সম্পূর্ণ করে দিবেন। যদি আপনার কাঙ্খিত কাজটি ক্লাইন্টের পছন্দ হয়ে যায় তাহলে আপনি খুব সহজেই অনলাইন থেকে অর্ডার পেতে পারেন। নতুন ফ্রিল্যান্সারদের জন্য এটাই হচ্ছে বেস্ট এবং ভালো একটা পরামর্শ।

ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের মতামত

আপনি যদি একজন স্টুডেন্ট বা চাকুরীজীবী হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজে অনলাইন থেকে মাস শেষে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে শেখা অত্যন্ত জরুরি। প্রথমে আপনাকে সব জিনিসগুলো ভালোভাবে জানতে হবে এবং তারপরে স্টেপ নিতে হবে। আপনার ভিতরে যদি ফ্রিল্যান্সিং এর সঠিক গাইডলাইন না থাকে তাহলে আপনি মার্কেটপ্লেসে এগোবেন না। তাই আগে আপনি শিখুন বা বিভিন্ন ধরনের কোর্স করুন, যখন দেখবেন যে নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে এসেছে তখনই আপনি মার্কেটপ্লেস গুলোর মধ্যে ট্রাই করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন এটা আমরা আশাবাদী। ফ্রিল্যান্সিং সম্পর্কে যেকোনো তথ্য বা পরামর্শের জন্য কমেন্ট করতে পারেন। “ডিয়ার টেক ইনফো” এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন