বাংলালিংক মিনিট চেক করার কোড ২০২৪ (Banglalink All Code)

বাংলালিংক sim এর মিনিট চেক করার কোড কি? Banglalink minute check code সম্পর্কে জানুন আজকের এই পোস্টে। এই পোস্টে মাধমে আমরা বাংলালিংক এর বিভিন্ন প্রয়োজনীয় কোড সম্পর্কে আজকে জানতে পাড়বেন, যেগুলো একজন বাংলালিংক গ্রাহক হিসেবে আপনার জেনে রাখা উচিত। আজ আমরা যেই কোড গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো সেগুলো হলো : বাংলালিংক এর মিনিট চেক করার কোড, বাংলালিংক নাম্বার চেক করার কোড, এবং বাংলালিংক এর এমবি চেক করার কোড, বাংলালিংক এর ব্যালেন্স চেক, ও বাংলালিংক মিনিট অফার চেক করার কোড, বাংলালিংক কাস্টমার কেয়ারের নাম্বার ইত্যাদি বিষয়।

বাংলালিংক মিনিট চেক করার কোড ২০২৪ (Banglalink All Code)

বাংলালিংক মিনিট চেক করার কোড

আপনি যদি বাংলালিংক  সিম ব্যাবহার করে থাকেন তাহলে কিভাবে মিনিট চেক করবেন? (Banglalink minute check) করার জন্য প্রথমে  ফোনের ডায়াল প্যাড থেকে বাংলালিংক মিনিট চেক করার কোড ডায়াল করুন *121*1# লিখে। তাহলে বাংলালিংক এর মিনিট দেখতে পারবেন। অথবা Google playstore থেকে MYBL অ্যাপটি ইন্সটল করেও বাংলালিংক এর মিনিট চেক করতে পাড়বেন।

বাংলালিংক সিমের সকল কোড সমূহ :

বাংলালিংক মিনিট চেক করার কোড জানুন অনেক নতুন বাংলালিংক সিম ব্যাবহার কারি রয়েছেন যারা বাংলালিংক মিনিট চেক করার কোড গুলো সম্পর্তে জানেন না। এজন্য তারা গুগল কিংবা ইউটিউব সহ বিভিন্নভাবে ম্যাধমে বাংলালিংক এর মিনিট চেক করার জন্য কোড গুলো খুঁজতে থাকেন। তাদের সুবিধার্থে আমরা শুরুতে বাংলালিংক সিমের মিনিট চেক করার জন্য কোড গুলো সম্পর্কে আলোচনা করবো। 2024 সালে বাংলালিংক মিনিট চেক করার ব্যবহৃত কোড হলো : *121*1# অথবা সরাসরি MyBL অ্যাপ থেকেও বাংলালিংক এর মিনিট চেক করতে পাড়বেন।

এছাড়াও বাংলালিং বিভিন্ন সময় বিভিন্ন মিনিট অফার ক্রয় করে থাকি, যেগুলোর আলাদা আলাদা কোড হয়ে থাকে। তাহলে কি ভাবে বাংলালিংক মিনিট চেক করবেন? এই ধরনের মিনিট চেক করার জন্য বাংলালিংক মিনিট অফার ক্রয় করার পর। বাংলালিংক থেকে আসা কনফার্মেশন SMS টি চেক করুন। এবং সেখানে ঐ অফারের জন্য প্রযোজ্য মিনিট চেক করার কোড উল্লেখ করা থাকবে। আপনি সেটিও ব্যবহার করে খুব সহজে বাংলালিংক সিম এর মিনিট চেক করতে পারবেন।

এছাড়াও আপনি চাইলে মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে খুব সহজে বাংলালিংক এর যেকোন অফার চেক করতে পারবেন। কিভাবে বাংলালিংক অ্যাপ ব্যবহার করে মিনিট অথবা ডাটা প্যাক চেক করবেন তা নিম্নে আলোচনা করা হলো।

MyBL অ্যাপ থেকে বাংলালিংক মিনিট চেক করুন

আপনি যদি বাংলালিংক সিমের মিনিট চেক করার জন্য কোড ছাড়াই যেকোন মিনিট চেক করতে চান। তাহলে মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ অন করে Google play store গিয়ে MyBL app লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্টে আসা প্রথম মাই বাংলালিংক অ্যাপটি ইন্সটল করে নিন। তারপর অ্যাপটি ওপেন করে আপনার বাংলালিংক মোবাইল নাম্বার ও OTP দিয়ে লগইন করুন। এরপড় বাংলালিংক এর পেইজে আপনি আপনার বাংলালিংক সিমের মিনিট ও এসএমএস, কিংবা ডাটান চেক করতে পারবেন সহজেই ।

এবার নিশ্চয়ই আপনি আপনার বাংলালিংক সিম এর  মিনিট চেক করার জন্য কাংখিত বিষয়টি জানতে পেরেছেন। চলুন এবারে জেনে নেওয়া যাক বাংলালিংক সিমের অন্যান্য কোডগুলো সম্পর্কে।

বাংলালিংক নাম্বার চেক করার কোড

আমরা অনেকেই নতুন বাংলালিংক সিক কিনার পড় ব্যালেন্স রিচারজ করার জন্য। মোবাইল নাম্বার বের করার  প্রয়োজন হয়। আপনার যদি বাংলালিংক এর নাম্বার চেক করার কোডটি না জানা থাকে তাহলে আপনি নিজের নাম্বারে টাকা রিচার্জ বা অন্যদের দিতে পারবেন না। তাই বাংলালিংক নাম্বার চেক করার কোডটি জেনে রাখা উচিত। এতে আপনি সহজেই বাংলালিংক সিমের নাম্বার বের করতে পাড়বেন।

বাংলালিংক মিনিট চেক করার কোড ২০২৪ (Banglalink All Code)

বাংলালিংক সিমের নাম্বার চেক করার নিম্নে কোডটি দেওয়া হলো: মোবাইলের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন  *511# এই কোডটি ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করে আপনার বাংলালিংক সিমের মোবাইল নাম্বারটি সহজেই চেক করতে পারবেন। আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকে অন্য আরেকটি ফোনে কল দিলেও সেখানে আপনি আপনার বাংলালিংক সিমের নাম্বারটি দেখতে পারবেন।

বাংলালিংক এমবি চেক করার কোড

বাংলালিংক সিমের নাম্বার দেখার পাশাপাশি আমাদের এমবি চেক করারও প্রয়োজন পড়ে থাকে।

আপনি যদি বাংলালিংক সিমের এমবি বা ইন্টারনেট ব্যবহার করতে চান। তাহলে আপনার অবশ্যই বাংলালিংক এমবি চেক করার কোডটি জানা উচিত।

তাহলে আপনি খুব সহজেই ইন্টারনেট ছাড়াও আপনি আপনার মোবাইল ফোনের ডায়েল পেইড থেকে আপনি আপনার ইন্টারনেট, এর বর্তমান অবস্থান দেখতে পারবেন। বাংলালিংক সিমের এমবি চেক করার কোডটি হলো: *৫০০০*৫০০# ।

বাংলালিংক মিনিট চেক করার কোড ২০২৪ (Banglalink All Code)

এই কোডটি ব্যবহার করে আপনি বাংলালিংক সিমের এমবি চেক করতে পাড়বেন।  ফোনের ডায়ল প্যাড থেকে এই কোডটি ডায়াল করুন অথবা আপনি চাইলে বাংলালিংক অ্যাপ (MyBL) লগইন করেও বাংলালিংক সিমের এমবি দেখতে পারবেন।

এছাড়া বাংলালিং এর গ্রাহকদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে বাংলালিংক সিম কোম্পানি এগুলোকে চেক করার জন্য, আপনি আপনার মাই বাংলালিংক অ্যাপটি থেকে খুব সহজেই এগুলোকে দেখতে পারবেন।

বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার কোড

অনেক সময় কথা বলা অবস্থায় আমাদের সিমের টাকা শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এমার্জেন্সি ভাবে খুব সহজেই এমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন।

আপনি জরুরি মূহুর্ত্বে বাংলালিংক সিম থেকে লোন বা ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। বাংলালিংক সিমের মধ্যে ইমারজেন্সি ব্যালেন্স  নিতে হলে এই কোডটি ডায়াল করতে হবে *874# এই কোডটি ব্যবহার করে আপনি জরুরি মূহুর্ত্বে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।

আরও পড়ুন 👇

daily 1000 tk earning in mobile: প্রতিদিন 100 টাকা ইনকাম করুন মোবাইল দিয়ে।

ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার apps ও Website – 2024

ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম (সেরা টিপস) How To Earn Money without investment

ফ্রি মাস্টার কার্ড বাংলাদেশ ২০২৪ | Free MasterCard in Bangladesh 

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার সেরা টিপস ২০২৪

বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার কোড

আপনি বাংলালিংকের নতুন গ্রাহক হিসেবে সকল কোড গুলো জানা দরকার। এবং পাশাপাশি আপনি আপনার বাংলালিংক সিমের টাকা কিভাবে চেক করবেন তার নিম্ন নিয়ে আলোচনা করা হলো।  বাংলালিংক ব্যালেন্স চেক করার জন্য আপনি মাই বাংলালিংক অ্যাপসটিও ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি আপনার ফিচার ফোন থেকে বাংলালিং এর ব্যালেন্স চেক করার জন্য। এই কোডটি ডায়াল করবেন *124# প্রথমে ফোনের ডায়াল প্যাড থেকে এই কোডটি ডায়াল করুন এবং সাথে সাথেই আপনি আপনার মোবাইলের কাঙ্খিত ব্যালেন্সটি দেখতে পারবেন।

বাংলালিংক এসএমএস চেক করার কোড

যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলোর কারণে  এমএমএস এর ব্যাবহার কম হয়ে গিয়েছে। কিন্তু এখনও বিশেষ জায়গায় রয়েছে যেগুলোতে এসএমএস এর ব্যবহার করা হয়। এর কারণে আমরা অনেক সময় SMS ক্রয় করে থাকি। আপনি যদি বাংলালিংক সিমের ক্রয়কৃত এসএমএস চেক করতে চান তাহলে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *124*3#

বাংলালিংক মিনিট চেক করার কোড ২০২৪ (Banglalink All Code)

এই কোড দিয়ে আপনি আপনার বাংলালিংক সিমের ফ্রিতে এসএমএস চেক করতে পারবেন।
অথবা *121*1# ডায়াল করে সকল এসএমএস চেক করতে পাড়বেন । এছাড়াও MyBL অ্যাপে লগইন করে বাংলালিংক সিমের SMS চেক করা যাবে।

বাংলালিংক সিমের কাস্টমার কেয়ার নাম্বার

মোবাইল অপারেটরে যে কোন সমস্যা সমাধানের জন্য আমাদের প্রতিনিয়ত কাস্টমার হেল্প নাম্বারের প্রয়োজন হয়। আপনি যদি বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন তাহলে। 121 এই নাম্বারে কল করে বাংলালিংক সিমের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন। অথবা বাংলালিংকের ওয়েবসাইট কিংবা অ্যাপস থেকে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে ও তাদের সঙ্গে কথা বলতে পারবেন।

আশা করি আর্টিকেলটি পড়ে আপনি বাংলালিংক সিমেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কোডগুলো সম্পর্কে আইডিয়া পেয়েছে। এই বাংলালিংক সিম সম্পর্কে যেকোনো তথ্যের জন্য কমেন্ট করতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।  এরকম আরোও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে চোখ  ”ডিয়ার টেক ইনফো” ওয়েবসাইটে। ধন্যবাদ গুড ডে !

পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন